জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে আজ বেলা তিনটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ জামাল হোসেন মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান মোল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রিক্তা আক্তার, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজ খলিফা, চেয়ারম্যান জামাল হোসেন মিয়াসহ উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা বলেন সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিলনা, আওয়ামী লীগকে এদেশ থেকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল ঘাতকেরা।
আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সম্পাদক - মোঃ মনির হোসেন