নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় লিঙ্গরা ইউনিয়নের পিএফ এর থ্রি কেবলপুর গ্রামের শিশু ফোরাম এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুইটার সময় কেবলপুর আবু হানিফার বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয় বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা। ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়েছে। আরো শিশু সুরক্ষা শিশু অধিকার, জন্ম নিবন্ধন নিশ্চিত করা। নিয়মিত স্কুল গামী করা, উঠান বৈঠকের মধ্যে অভিভাবকদের সচেতন করা, সকল শিশুর স্বপ্ন অধিকার নিশ্চিত করা ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা ও শিশু ফোরাম , ইউনিয়ন পরিষদ, ইউথ ফোরাম এর সদস্যরা, এবং বিভিন্ন এনজিও। শিশু ফোরাম এর আলোচনা সভার পর গ্রামের বিভিন্ন বাড়ির পাশে ময়লা আবর্জনা দূষিত পলিথিন প্লাস্টিক পরিষ্কার করা হয়েছে। এবং এ কাজ অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন শিশু ফোরাম এর সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক সুবর্ণা আক্তার, সহ-সভাপতি সুরমানা আক্তার, মোকসেদ মিয়া , সামিরা আক্তার, সুমাইয়া আক্তার, মোজাম্মেল হক, ফয়সাল মিয়া, শাহিন আলম, রিয়া মনি, আফসানা, আব্দুল সামাদ সৌরভ, ইতি, তানজিনা।
সম্পাদক - মোঃ মনির হোসেন