অবশেষে আইনি জটিলতা কেটে ৪র্থ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের চুড়ান্ত সুপারিশ প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। চলতি সপ্তাহের যেকোনো দিন ৪র্থ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের চুড়ান্ত সুপারিশ প্রকাশিত হতে পারে, জানিয়েছেন এনটিআরসিএ এর সচিব ওবায়দুর রহমান।
১৮ ই আগস্ট রোজ শুক্রবার এনটিআরসিএ এর সচিব ওবায়দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন সকল প্রক্রিয়া প্রায় শেষের পথে। চলতি সপ্তাহের যে কোনো দিন ৪র্থ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের ২৮ হাজার শিক্ষকের চুড়ান্ত সুপারিশ হতে পারে। এনটিআরসিএ এর সচিব ওবায়দুর রহমান জানান ৪র্থ গণবিজ্ঞপ্তিতে এক প্রার্থীর আদালতে রিট করলে চুড়ান্ত সুপারিশে নতুন সংকট তৈরি হয়।তবে সব জটিলতা কাটিয়ে আইন মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া পেয়েছি। চলতি সপ্তাহে রবিবারে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইব।অনুমতি দিলেই ৪র্থ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের ২৮ হাজার শিক্ষকের চুড়ান্ত সুপারিশ চলতি সপ্তাহের যেকোনো দিন প্রকাশিত হতে পারে।
সম্পাদক - মোঃ মনির হোসেন