নেত্রকোনার বারহাট্টা বর্ডার থেকে ২২ বস্তা ইন্ডিয়ান শাড়ি ও একটি কভার্ড ভ্যান গাড়িসহ চোরাই পথে নিয়ে যাওয়ার সময় স্বপন (২৪) ও কাইয়ুম( ৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ভালুকা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত স্বপন নেত্রকোনা বারহাট্টা উপজেলাধীন নুরুল ইসলামের ছেলে। ও কাইয়ুম মদন উপজেলাধীন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে পেশায় মোটরসাইকেল মেকানিক কাইয়ুম।
ভালুকা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত
(১২আগস্ট) রোজ শনিবার বারহাট্টা বর্ডার থেকে ইন্ডিয়া ২২ শত ৪০ পিস ইন্ডিয়ান শাড়ি চোরাই পথে এনে ঢাকা আব্দুল্লাহ নামের এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা থানা পুলিশ স্বপন ও কাইয়ুম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, নেত্রকোনা জেলা থেকে ইন্ডিয়ান শাড়িসহ কভার্ড ভ্যান একটি গাড়িটি ঢাকার উদ্দেশ্যে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে কাইয়ুম ও স্বপন নামে দুই ব্যক্তিকে ২২৪০ পিস ইন্ডিয়ান শাড়ি সহ গ্রেফতার করা হয়, পরে দুজনকে ময়মনসিংহ জেলা হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন