নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপানে মজিবুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।
শিক্ষক মজিবুর একই গ্রামের মৃত তাজ্জত আলীর ছেলে। তিনি পার্শ্ববর্তী ইউনিয়নের গুজিরকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শিক্ষক মজিবুর রহমানের স্ত্রী শিরিনা পারভীন জানায়, সোমবার সকালে মুজিবুর একা রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে থাকেন। এ সময় তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে খাবার খাওয়ার জন্য ওই ঘরে গিয়ে দরজা খুলতে বললে সে দরজা খুলে। তবে সে সময় বমি করছিলেন মজিবুর। এই দৃশ্য দেখে তাকে একটি গ্যাসের ট্যাবলেট দিয়ে তার বড় ভাইকে ডাক দেন তিনি।
এর পর তার ভাই ঘরের ভেতর গিয়ে বিষের বোতল দেখতে পেয়ে বুঝতে পারে মুজিবুর বিষ খেয়েছে। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে কী কারণে বিষ পান করেছেন— ওই শিক্ষক তা এখনও নিশ্চিত নন তার পরিবার। তবে এ ঘটনার পূর্বে ঋণের টাকার জন্য কাশেম নামের এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে বিভিন্ন হুমকি দিয়েছিলেন বলে জানান স্ত্রী শিরিনা পারভীন।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার আবেদন জানালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন