নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি দুই টাকা মোট ৫ টাকা না দিলে, আউটডোরে টিকিট পাচ্ছে না রোগীরা, এমন অভিযোগ উঠেছে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও জরুরি বিভাগের বিরুদ্ধে।
রোগীদের এমন অভিযোগে (২০ সেপ্টেম্বর) রোজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে গিয়ে দেখা যায় ,আউটডোরে প্রতিটা রোগীর কাছ থেকে ৫ টাকা করে আদায় করছে টিকিট মাস্টার।
রোগীরা অনেকেই অভিযোগ করে বলেন, পাঁচ টাকার নিচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের টিকিট মাস্টার আমাদেরকে টিকিট দেয়ানা,তিন টাকা দিলে ঘুরিয়ে দেয় টিকিট না দিয়ে।
এ বিষয়ে উপজেলা দায়িত্বরত আউটডোরের টিকিটমাস্টার রহমতুল্লাহ সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের নির্দেশে বাড়তি ২ টাকা আদায় করা হচ্ছে। এবং বাড়তি টাকা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসের প্রধান করণিকের কাছে জমা করা হয়।
এ বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রদান( করুণিক ) মিসবাহ উদ্দিন এর সঙ্গে কথা হলে তিনি বলেন, আউটডোরে রোগীদের কাছ থেকে যে বাড়তি দুই টাকা আদায় করা হচ্ছে, তা উপজেলা পপ (আবাসিক) কর্মকর্তা নূরুল হুদা স্যারের নির্দেশেই আদায় করা হচ্ছে।
তিনি এও বলেন, এখন পর্যন্ত আমার কাছে তিন মাসের বাড়তি টাকাও জমা আছে।
এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) পপঃ কর্মকর্তা নূরুল হুদা তিনি বলেন, বাড়তি দুই টাকা নেওয়ার সরকারি কোন বিধান নাই।
প্রদান (করণিক) মিসবাহ উদ্দিন বলেছেন, টিএসসি স্যারের নির্দেশেই রোগীদের কাছ থেকে বাড়তি ২ টাকা আদায় করা হচ্ছে? আমি যে নির্দেশনা প্রদান করেছি, তার কাছে লিখিত কোন প্রমাণ আছে।
এঅনিয়ম পাঁচ সাত বছর ধরেই হচ্ছে,আমি এসে, এ অনিয়ম গুলো বন্ধ করার চেষ্টা করছি। সকালে নির্দেশনার বাহিরে বাড়তি কোন টাকা রোগীদের কাছ থেকে নেওয়ার কোন বিধান নেই।
বাড়তি টাকা না দিলে, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে রোগীদেরকে দিচ্ছে না টিকিট, এ বিষয়ে নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মোঃ সেলিম মিয়া বলেন, বিষয়টা আমার জানা ছিল না, কাদের নির্দেশনায়, আউটডোরে রোগীদের কাছ থেকে অতিরিক্ত কোন টাকা আদায়ের সুযোগ নেই। বাড়তি টাকা আদায় করা হচ্ছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে বাড়তি টাকা নিয়ে রোগীদের দিচ্ছে টিকিট, এ বিষয়ে পরিচালক স্বাস্থ্য ময়মনসিংহ বিভাগের ডাক্তার মোঃ শফিকুল ইসলাম তিনি জানান, আউটডোরে রোগীদের কাছ থেকে বাড়তি কোন টাকা আদায় করা সরকারি কোন বিধান নেই,তা নিয়ম বহির্ভূত, বিষয়টা খতিয়ে দেখা হবে।
সম্পাদক - মোঃ মনির হোসেন