নাটোরের বড়াইগ্রাম পৌরসভা ক শ্রেণীতে উন্নীত হওয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে মেয়রকে পৌরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর মুক্তমঞ্চে আয়োজিত সভায় সংবর্ধিত মেয়র জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস(শোভন) পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, শ্রমিক লীগ নেতা রবিউল করিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাদেমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুহিন ও নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন। এ সময় পৌর পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, বণিক সমিতিসহ পৌর এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেয়র মাজেদুল বারী নয়নের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং ফুল ছিটিয়ে সংবর্ধনা দেয়া হয়।এবং পিতার এমন সফলতা দেখে মেয়র সাহেবের সুযোগ্য কন্যা তাহসিন বারী সুহা তার পিতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে ঢাকা থেকে ফেরার পথে পৌঁছলে বিশাল মোটর সাইকেল বহর নিয়ে পৌরবাসী মেয়রকে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেয়রের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটর সাইকেল, প্রাইভেট কার ও ট্রাক নিয়ে বাদ্যযন্ত্রসহ নেচে গেয়ে একটি আনন্দ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভা সুত্রে জানা যায়, রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় পৌর শাখা-২ কর্তৃক এ পৌরসভাকে ‘ক’ শ্রেণীতে উন্নীতের প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার পৌর শাখা-২ বিগত ৩১/০৫/২০১১ তারিখের ৮১১ নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বড়াইগ্রাম পৌরসভাকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে ‘খ’ শ্রেণী হতে ‘ক’ শ্রেণীতে উন্নীত করা হয়।
সম্পাদক - মোঃ মনির হোসেন