"তথ্য আমার অধিকার জানতে হবে সবার"
এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষ্যে মদন উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোজ বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার। উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, নেত্রকোনা জেলা পরিষদের সম্মানিত সদস্য এস এম মনিরুল হাসান (টিটু),তিয়শ্রী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান সহ, বিভিন্ন অফিসের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। তবে এখনো এটির ব্যবহার তুলনামূলক ভাবে কম।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে, মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া বরাদ্দ ,আমরা যে কাজ বাস্তবায়ন করছি, এতে দেশ এগিয়ে যাচ্ছে।সাধারণ মানুষ এ তথ্য জানতে চাইলে অবশ্যই তাদেরকে জানাতে হবে। তথ্য গোপন করা যাবে না।
সম্পাদক - মোঃ মনির হোসেন