নেত্রকোনার মদনে দুই দিনের টানা ভারি বৃষ্টির কারণে প্রধান নদ-নদীর পানি বিপৎসীমায় কাছাকাছি।
বৃষ্টির পানি বাড়ায় উপজেলার অনেক হাওরের আমন ধানের জমি তলিয়ে গেছে। নিম্নাঞ্চল তলিয়ে আমন ধান পানির নিচে কৃষকের মাথায় হাত।
ভারী বৃষ্টি বন্যায় কৃষকের ধানের জমি পানির নিচে এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, হঠাৎ আকর্ষিক বন্যায় মদনের ৮টি ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর আমন ধানের জমি পানি নিমজ্জিত রয়েছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক সপ্তাহের ভিতরে দ্রুত পানি না নামলে ৫০০ শত হেক্টর আমন ধানের জমি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে মদনে।
তবে কৃষকদের হতাশ না হওয়ার তিনি পরামর্শ দিয়ে বলেছেন, যদি দ্রুত পানি নেমে যায় তবে আমন ধানের তেমন কোন ক্ষতি হবে না।
মদন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কৃষক জাহিদ মিয়া জানায় অনেক কষ্ট করে ১১ হাজার টাকা খরচ কইরা ৭০ শতাংশ জমিতে আমন ধান লাগাইছিলাম তা পানির নিচে তলিয়ে গিয়েছে বন্যার পানিতে। এই জমিতে কি ধান হইবো তার কোন আশা নাই।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে খালিয়াজুড়ি পয়েন্টে ধনু নদীর পানি বিপৎসীমার ১.৮০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে পার্শ্ববর্তী নদ নদীর পানিও বেড়ে যাওয়া নিন্মাঞ্চলের আমন ধানের জমি তলিয়ে গেছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন