নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের নিজ টেংগা গ্রামের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) জয় বনিকের বিরুদ্ধে
সঠিক সময়ে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা না
দিয়ে রমরমা নিজের ঔষধের দোকান ফার্মেসির ব্যবসা করে যাচ্ছে এলাকাবাসীর অভিযোগ।
নিজ টেংগা গ্রামের কমিউনিটি ক্লিনিকের
(সিএইচসিপি) পদবী জয় বণিক দুওজ ইউনিয়নের সিরাম পাশা গ্রামের বাবুল বণিকের ছেলে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,জয় বনিক কমিউনিটি ক্লিনিকে সঠিক সময় হাজির না হয়ে, তেলিগাতী বাজারে নিজ ফার্মেসির ব্যবসার কাজে ব্যস্ত সময় কাটান,মানুষকে হয়রানি, কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব পালনে অবহেলা, সরকারি ওষুধ কম দিয়ে প্রতারণা জনসাধারণের সঙ্গে অসদাচারণের জন্য এ অভিযোগ করেন স্থানীয় এলাকাবাস।
এলাকাবাসী এও বলেন, তেলিগাতী বাজারে তার নিজস্ব একটি ফার্মেসি রয়েছে। উক্ত ফার্মেসিতে অফিস সময় ফাঁকি দিয়ে ওষুধ বিক্রি করে সে।
রোগীদেরকে ওষুধ লিখে এন্ট্রি করে ১০টা ট্যাবলেট কিন্তু রোগীদের দেয় পাঁচটা ট্যাবলেট অনেকেই এমন অভিযোগ করেন তার বিরুদ্ধে।
গত মঙ্গলবার ৩ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটের সময় কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, কমিউনিটি ক্লিনিকের দরজা তালা বন্ধ অবস্থা আছে।
সকাল ১১ টার সময় কমিউনিটি ক্লিনিকের তালা খুলে জয়বনিক। এ সময় সাংবাদিক মনির হোসেন তাকে জিজ্ঞেস করেন, আপনার অফিস সময় কয়টায়। এ প্রশ্নের জবাবে কমিউনিটি ক্লিনিকের
(সিএইচসিপি) জয়বনিক বলেন, আজকে একটু দেরী হয়ে গেছে।
পরবর্তীতে (৪অক্টোবর) রোজ বুধবার ফের সাংবাদিক সকাল ১০টার সময় কমিউনিটি ক্লিনিকের সামনে হাজির হন।দেখা যাক তালা বন্ধ অবস্থা কমিউনিটি ক্লিনিকের দরজা।
এ বিষয়ে জানতে চাইলে কমিউনিটি ক্লিনিকের
সিএইচসিপি জয়বনিক বলেন, গত মঙ্গলবারে আমার অফিসে যাইতে একটু দেরি হয়, আর বাকি ঠিক সময়ে অফিসে যাই।
এ বিষয়ে জানতে চাইলে, কমিউনিটি ক্লিনিকের (সভাপতি) গোলাম মোস্তফা তালুকদার নাসিম তিনি বলেন, প্রায় দিনই ১১টার সময় আসে ১টার দিকে চলে যায়। ওষুধপত্র কমিউনিটি ক্লিনিকে আসলে সভাপতির অনুমোদন ছাড়াই সে খুলে এবং সভাপতিকে অবগত করে না, এবং রোগীদেরকে খাতায় লিখে বেশি ওষুধ, দেয় কম ওষুধ এমন অভিযোগ প্রতিদিন আসে আমার কাছে।
এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার পাল তিনি বলেন, বিষয়টি শুনেছি। (সিএইচসিপি) জয় নিকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে।
সম্পাদক - মোঃ মনির হোসেন