নেত্রকোনার মদনে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে ও প্রতিবাদে ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে মদন আলহাজ্ব মোজাফফর হোসেন মাদ্রাসার প্রাঙ্গণ থেকে, মদন উপজেলা ওলামা পরিষদের (সভাপতি) মুফতি আনোয়ার হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনে ইহুদীদের চলমান হামলা সহিংসতার জন্য ইসরাইলকে দায়ী করে উপজেলা ওলামা পরিষদের বিক্ষোভ কারীরা।
ওলামা পরিষদের তৌহিদী জনতার স্লোগান ছিল অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ করে দিতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
রোজ রবিবার( ১৫ অক্টোবর)সকাল ১১ টার দিকে মদন আলহাজ্ব মোজাফফর হোসেন মাদ্রাসা হতে মদন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি এসে জরো হন।
এ সময় মদন উপজেলা ওলামা পরিষদের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুর রউফ এর সঞ্চালনায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মাসুম ইয়ার চৌধুরী, ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, মুফতি নজরুল ইসলাম,মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া।
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ শেষে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত হয়। সমাবেশে বক্তারা নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এবং নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, আল আকসা মসজিদে নামাজরত অবস্থা মুসল্লিদের বন্দি করা হচ্ছে, শিশুদের নির্যাতন করা হচ্ছে, মুসলিম মা, বোনদের নির্যাতন বন্ধের প্রতিবাদ জানান।
সম্পাদক - মোঃ মনির হোসেন