প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। গত শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল পাঁচদিনের এ উৎসব। গত মঙ্গলবার ছিল বিজয়া দশমীর দিন। পূজা শুরু হয় সকাল ৯টায়। পূজারিরা জানান, দশমী পূজার লগ্ন ছিল সকাল ৯টা ৫৭ মিনিট পর্যন্ত। এর মধ্যেই বিভিন্ন মন্দিরে দশমীর বিহিত পূজা সম্পন্ন হয়। এরপর দর্পণ বিসর্জনের ভেতর দিয়ে পাঁচদিনের শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
এবার এই উপজেলায় ৪২ টি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে শান্তিপ্রিয় ভাবে দূর্গাপূজা উদ্যাপিত হয়।
এরেই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা সোনাজুর বাজার সংলগ্ন দুর্গা মন্দিরে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের দূর্গাপূজার প্রতিমা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যার আগ মুহুর্তে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে ।
সময় উপস্থিত ছিলেন সোনাজুর বাজার সংলগ্ন দূর্গা মন্দির এর পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক কর্মকার, সাধারণ সম্পাদক টুটন কর্মকার, ও কোষাধক্ষ সুমন কর্মকার আরো উপস্থিত ছিলেন দুওজ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আক্কাস মিয়া, ও পূজা উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ।
এদিকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও পুলিশ।
দর্পণ বিসর্জনের পর বিভিন্ন মন্দিরে বিবাহিত নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। সাধারণত স্থায়ী মন্দিরগুলোতেই সিঁদুর খেলার আয়োজন হয়ে থাকে। তরুণীরা সিঁদুর খেলায় অংশ না নিলেও দেবীকে বিজয়ার প্রণাম জানাতে অনেক তরুণী ও তরুণ মন্দিরগুলোতে আসেন। এ সময় বিজয়ার বিষাদের মধ্যেও ছিল আনন্দঘন পরিবেশ।
সম্পাদক - মোঃ মনির হোসেন