নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী জেহের আলী(৪৬)।নিখোঁজের ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি। নিখোঁজ জেহের আলী ভুইয়াপাড়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে।সে তার নিজ বাড়ির সামনে একটি মুদি খানার দোকান প্রায় ২৫ বছর যাবত এবং ৭ বছর আগে সাইলকোনা বাজারে আরো একটি মুদীখানার দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।নিখোঁজ জেহের আলী ২টি কন্যা সন্তানের জনক ছিলেন। বড় মেয়ে জেসমিন(২৪),ও জেমি-১১।পরিবার সুত্রে জানাযায়, গত ১০শে নভেম্বর শুক্রবারে সহ পরিবারে পাশের সাতশৈল গ্রামে মেয়ে জামায় বাড়িতে বেড়াতে যায়। ১২ই নভেম্বর রাত্রি আনুমানিক ১০ ঘটিকার সময় মেয়ের বাড়ি হতে বাসায় আসেন। ১৩ নভেম্বর সকালে মেয়ে জেসমিন এর সাথে তার ফোনে কথা হয় মেয়ে তার বাসায় সকালে তাকে যেতে বলে সকালের খাবার খাওয়ার জন্য তখন জেহের আলী বলেন, আমি কিছুক্ষণ পরে আসবো। মেয়ে জেসমিন বলেন বাবার আস্তে দেরি হওয়ায় আমি বারবার কল দিতেথাকি কিন্তু বাবা আমার কল রিসিভ করে না তার কিছুক্ষণ পরথেকে বাবার ফোন বন্ধ দেখায়। নিখোঁজের মাতাঃ রেনুকা বেগম ও স্থানীয় সুত্রে, সুত্রে জানাযায়, নিখোঁজ জেহের আলীর ছোট ভাই জেকের আলীর সাথে জমিনিয়ে বিরোধ চলে আসছিল ২দিন আগেও সোমবার ১৩ নভেম্বর সকালে জমি জামানিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি, উচ্চবাচ্চ, তর্ক-বিতর্ক হয়। তারপরে জেহের আলীকে ভুইয়াপাড়া মাঠের দিকে যেতে দেখি। তার পরথেকে সে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেহের আলীর স্ত্রী মিনু বেগম জানান আমার স্বামী যখন ফোনকল রিসিভ করছিলনা তখন আমি ১৩ নভেম্বর বিকেলে বাসায় চলে আসি এবং বাড়ির আসে পাসে সম্ভব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু তার কোন খবর না পেয়ে আমি ১৪ নভেম্বর রাত্রি ১০ ঘটিকার সময় বাগাতিপাড়া মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী করি। ডায়েরি নাম্বার জিডি নং ৭১০ তারিখঃ ১৪ নভেম্বর ২০২৩। ঘটনার সত্যতা নিশ্চিত করে, বাগাতিপাড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি নান্নু খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। আমরা তার সর্বশেষ অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশাকরি দ্রুতম সময়ের মধ্য তাকে উধার করতে পারবো।
তারিখঃ ১৬-১১-২৩
সম্পাদক - মোঃ মনির হোসেন