নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের হোসেন পুর বাজার এর সাথে নদীর তীর ঘেষে।
ডাবলু কন্ট্রাক্টর ভিটেমাটি কেটে হাইওয়ে রোড হয়ে ইট ভাটায় বহনকৃত মাটি বিক্রি করছে।
কথিত ভূমি দস্যু নামে খ্যাত ডাবলু কে জিজ্ঞেস করলে তিনি জানান লালপুর থানা ওসি ও ওয়ালিয়া ফাড়ি ইনচার্জ কে ম্যানেজ করে মাটি কাটা শুরু করি।
সাংবাদিকদের দাম্ভিকতার স্বরে এ কথা জানান।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান ( আজিজ) কে মুঠোফোনে জানালে তিনি বলেন আপনি অফিসে আসেন।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিমা (সুলতানা) কে একাধিকবার ফোন দেয়া সত্বেও তিনি রিসিভ করেন নি।
নাটোর জেলা প্রশাসক এর সাথে কথা বললে তিনি জানান আমি বিভাগীয় কমিশনারের মিটিং এ আছি।
সম্পাদক - মোঃ মনির হোসেন