নেত্রকোনা আটপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে সভাটি অনুষ্ঠিত হয়। আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি (সেলফ) সহযোগিতায় উপজেলা প্রশাসন ওই সমন্বয় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ । এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ খাইরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, সেল্প অফিসার আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক - মোঃ মনির হোসেন