আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে , আটপাড়া , কেন্দুয়া নেত্রকোনা- ৩ আসনের ফের নৌকার কান্ডারী হলেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল
রোজ রবিবার (২৬ নভেম্বর) নৌকার মাঝিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিকাল ৪টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সব মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় শেষে চূড়ান্ত নামীয় তালিকা প্রকাশ করেন মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।
সম্পাদক - মোঃ মনির হোসেন