দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
বৃহস্পতিবার দুপুরে আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি গণসংযোগ করেন তেলিগাতী বাজার, গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভাসহ দেওগাঁও উচ্চ বিদ্যালয় ও পাঁচগজ মোড়সহ বিভিন্ন স্থানে পথ সভায় নির্বাচনী প্রচার-প্রচারণা করছেন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও তার কর্মী সমর্থকরা।
এসময় ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে অনুরোধ জানান।
এ জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ,আটপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জনসহ এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ ইলেক্ট্রিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক - মোঃ মনির হোসেন