দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা -৩ (আটপাড়া কেন্দুয়া) আসনে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য মোঃ ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু।
তিনি এ আসনে ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কায় অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
এছাড়া নেত্রকোণার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অপর একটিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ২২৫৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
উক্ত আসনে ১৪৯টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ৫১৩ জন। ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৫৯০, মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৭১৪ , বাতিলকৃত ভোটের সংখ্যা ১হাজার ৭৭৬।
[video width="1280" height="720" mp4="https://netroprakash.com/wp-content/uploads/2024/01/GBtN0RhiQ4f1-HEBAMJAfsHjO59ibmdjAAAF.mp4"][/video]
রোববার (৭ জানুয়ারি) দিনভর ভোট শেষে রাত ৯ টায় নেএকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদ পারভেজ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর আগে ৭ জানুয়ারী রবিবার ভোট গ্রহন এর দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, নেএকোনা - ৩ (আটপাড়া কেন্দুয়া) আসনে, মোট ২০ টি ইউনিয়নের ১৪৯টি কেদ্রে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক - মোঃ মনির হোসেন