নিয়মাবলী,,,,
১. মাসিক কিস্তি ২০০/- চলমান (প্রতি মাসের ১৫ তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে)। দুই মাসের কিস্তির বেশি কেউ বকেয়া রাখতে পারবে না। এরপরেও যদি কেউ বকেয়া রাখে তাহলে অটোমেটিক তার সদস্য পদ বাতিল হয়ে যাবে। কিস্তি বাবদ টাকা টা নিঃস্বার্থ ভাবে জমা হবে। মাসিক কিস্তি বকেয়া পড়লে পরবর্তী মাসে ১০০/- টাকা জরিমানা সহ মোট ৫০০/- দিতে হবে।
২. জমাকৃত টাকা আয় মূলক কোনো কাজে ব্যবহৃত হবে না।
৩. সংগঠনের উদ্দেশ্য হলো সদস্যদের একত্রিত হওয়ার জন্য বিভিন্ন আয়োজন এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানবসেবা মূলক কার্যক্রমে অংশগ্রহণ।
৪. সংগঠনের জমাকৃত অর্থ কোনো সদস্যকে ধার হিসেবে দেওয়া যাবে না। সংগঠনের জমাকৃত অর্থ সদস্যদের ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না।
৫. কার্যকরী কমিটি ১ বছর পর পর নবায়ন। যাহা কুরবানির ঈদে সরাসরি গঠিত হবে।
বি:দ্র: সংগঠনের যে কোনো নিয়ম সদস্যদের মতামতের ভিত্তিতে সংযোজন বা বিয়োজন হতে পারে।
সম্পাদক - মোঃ মনির হোসেন