স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, ভাংচুর লুটের অভিযোগ থানায় মামলা। প্রভাবশালিদের হুমকিতে প্রাণ নাশের আতঙ্কে রয়েছে ভোক্তভোগী পরিবারটি। তদন্তকারী কর্মকর্তার কাছে সাহায্য চাইলেও পাচ্ছেনা কোন প্রতিকার। তবে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলছে অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক সত্যতা পেয়ে এফ আই আর করে মামলাটি কোর্টে পাঠানো হয়েছে।
গত ১৫ মার্চ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামে আন্জু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিনের পরিবারের সাথে একই গ্রামের মোতালিব গংদের কথা কাটাকাঠির এক পর্যায়ে মোতালিবের লোকজনের কথা কাটাকাটি হয় তখন মোতালিব গংরা দিন দুপুরে জসিম মিয়ার দোকান ও বাড়িঘরে হামলা চালায়। এ সময় দোকান পাঠে হামলা, ভাংচুর ও দোকানে থাকা মালামাল লোট হয়। এ ঘটনায় জসিমের বাবা আন্জুমিয়া আর তার বোন জামাই আহত হয়।
এ বিষয়ে ভোক্তভোগী জসিম বাদি হয়ে মোতালিবসহ আরও ১৭ জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা করার পর থেকে প্রাণ নাশের হুমকিতে রয়েছে পরিবারটি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নাজমুস সাকিবের কাছে ফোন করে বারবার সাহায্য চাইলেও কোন সাহায্য পায়নি ভোক্তভোগী পরিবারটি।
সম্পাদক - মোঃ মনির হোসেন