ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
আজ রবিবার সকাল দশটার দিকে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মেডিকেল কলেজের ২৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ মহসিন এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ৫ দফা দাবী আদায়ের লক্ষ্য কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে ফরিদপুর মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থী নুরে আলম,তাবাছুম, মনির হোসেন, ও ইর্ন্টান চিকিৎসা শুভ, বিল্লাহ হোসেনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন তাদের দাবি অনতিবিলম্বে না মানা হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে তারা ক্লাস, পরীক্ষা বর্জন সহ আরও কঠোর কর্মসূচী পালন করবে। উত্থাপিত দাবীসমূহ নিম্নরূপ-
ক।এমবিবিএস অথবা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। bmdc এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে।
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list আপডেট করতে হবে।এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ড্রাগ পেসক্রাইভ করতে পারবে না।
গ।আলাদাভাবে চিকিৎসক সংকটে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।
ঘ।সকল মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনী স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করতে হবে।
ঙ।চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সম্পাদক - মোঃ মনির হোসেন