আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষন পরিষদ আটপাড়া উপজেলা শখা কমিটির ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কে এম জসিম উদ্দিন এর স্বাক্ষরীত গত ২৩/২/২০২৫ইং তারিখে ঘোষিত ৭ সদস্য আংশিক কমিটিতে সাইফুল ইসলাম কে সভাপতি ও এইচ এম হিরনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়। আগামী ১বছর মেয়াদি এই কমিটি উপজেলায় মানবাধিকার সংরক্ষণে সমাজের নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের সেবায় কাজ করবে বলে আশা এলাকাবাসীর।
সম্পাদক - মোঃ মনির হোসেন