ইকবাল ভূইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় ২৪শে ফেব্রুয়ারি সোমবার সকালে ১১ ঘটিকায় বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রয়েল সাংমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফার ইয়াসমিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার নাসরিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফায়েত হোসাইন সিদ্দিকী, শ্যামল চন্দ্র সাহা,মোস্তাক আহমেদ ফারাস, নাদিরা আক্তার,আবু বক্কর সিদ্দিকী, কামরুন্নাহার,-আব্দুস সালাম ফকির,-,দিপালী রানী তালুকদার, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সন্জু,মোস্তাফিজুর রহমান মুস্তাকিম,সাখাওয়াত হোসেন, অফিস সহকারী আনোয়ার হোসেন, বিদ্যালয়ের অভিবাবকবৃন্দ,ছাত্র ছাত্রীবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলপিয়ারা খানম।
সম্পাদক - মোঃ মনির হোসেন