আল আমিন, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৪ মার্চ (শুক্রবার) পাঁচবিবি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ রাজধানীর মগবাজার এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মো. মাফিজুর রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত ছিলেন। জরিমানা অনাদায়ে আরও ২ বছর সাজা ভোগের আদেশ ছিল।
মাফিজুর রহমান পাঁচবিবি থানায় দায়ের করা মামলা নং-৪৯, তারিখ-২৫/০৯/২০২০, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ৮(গ) অনুযায়ী দোষী সাব্যস্ত হন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং দীর্ঘদিন ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুল ইসলাম বলেন,
"আসামি মাফিজুর রহমান সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন। অনেক প্রচেষ্টার পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
এই সফল অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী আবারও প্রমাণ করলো যে, অপরাধ করে কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকতে পারবে না।
সম্পাদক - মোঃ মনির হোসেন