ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডঃ শাহিন জোয়াদ্দার ওপরে হামলার ঘটনায় প্রধান আসামি ও জেলা ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুত্তাকিন শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আলমগীর হোসেনের ছেলে৷ তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ফাইন ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মুস্তাকিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৬ জন আসামির মধ্যে এর আগে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক - মোঃ মনির হোসেন