
বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরি গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই ভাই শংকর চন্দ্র সরকার ও রিপন চন্দ্র সরকারের গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তাদের ২টি গরু আগুনে পুড়ে মারা গেছে এবং ২টি বাছুর গুরুতর দগ্ধ হয়েছে। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো তাদের কাজের ছেলে গরুগুলোকে গোয়াল ঘরে রেখে খাবার দিয়ে দরজা বন্ধ করেন। রাত ১০টার দিকে তিনি আবার গোয়ালে এসে গরুগুলোকে ঘাস খাইয়ে নিজ বাড়িতে চলে যান।
পরদিন ভোর ৫টার দিকে প্রতিবেশী চয়ন ভৌমিক ও তার স্ত্রী ডলি সরকার গোয়াল ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন। দ্রুত তারা ঘরের দরজা খুলে দেখতে পান, ভেতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে কেউ সফল হতে পারেননি। এতে গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে মারা যায় এবং ২টি ছোট বাছুর মারাত্মকভাবে দগ্ধ হয়। ঘটনার সময় তাদের মা ছায়া রানী সরকার আত্মীয়ের বাড়িতে ছিলেন।আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী চয়ন ভৌমিক ও নিষু সরকার আহত হন।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের সহযোগিতা চেয়ে থানায় যোগাযোগ করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হোক।