সুমি পারভিন ব্যুরো প্রধান রাজশাহী
নাটোরে হানি ট্যাপের মাধ্যমে নির্যাতন ও মোটরসাইকেল আটকিয়ে অর্থদাবীর অভিযোগে হানি ট্যাপের সাথে সম্পৃত্ত ২জন মহিলা ও কিশোর গ্যাং এর ৪জন সহ আরও ৩ জন ( মোট ৯ জন) কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত অনুমান দেড়টার দিকে নাটোর সদর উপজেলার রেলগেট সংলগ্নে এঘটনা ঘটে।
জানা যায়, মোঃ ইমন খান নামে এক ব্যক্তিকে কিশোর গ্যাং এর সদস্যরা মোটরসাইকেল আটকিয়ে অর্থ দাবি করে। পরে ভিকটিম ইমন খান নাটোর সদর আর্মি ক্যাম্পে বিষয় টি জানালে নাটোর আর্মি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে হানিট্যাপের সাথে সম্পৃত্ত ২ জন মহিলা ও কিশোর গ্যাং এর ৪ জন সদস্য কে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য ভিক্তিতে আরও ৩জন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন,
হানিট্যাম্পের সাথে সম্পৃত্ত
মোছাঃ খালেদা ও মোছাঃ জারিন।
কিশোর গ্যাং এর সদস্য
মোঃ সিয়াম, মোঃ সাব্বির,মোঃ তুষার, মোঃ শাহিনুর।
আরও তথ্য ভিক্তিতে
মোঃ রানা,মোঃ আফ্রিদি,মোঃ সাহান। এঘটনায় মোট ৯জন কে আটক করা হয়।
আটককৃত আসামিদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সম্পাদক - মোঃ মনির হোসেন