মদন প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে আব্দুল হাকিম(৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুল হাকিম মদন ইউনিয়নের কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত মগল মিয়া ছেলে।
মদন থানা পুলিশের একটি চৌকশ টিম এসআই (নিঃ) আব্দুল্লাহ আল রাহিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,রোজ রবিবার ২০ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে
মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশে গোবিন্দশ্রী যাওয়ার রাস্তা পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি
আব্দুল হাকিমকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
মদন থানা পুলিশের এসআই মোঃ ফয়সাল এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশে মাদক কেনা বেচার একটি সংবাদ পাই মাদকের একটি বড় চালান হাত বদল হবে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ দল রবিবার বিকাল ৪টার দিকে অবস্থান করে ওই এলাকায়। এমন সময় মাদক কারবারি
আব্দুল হাকিম মাদক দ্রব্য গাঁজা নিয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি)
নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, মাদক কারবারি আব্দুল হাকিম এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ সোমবার
(২১ এপ্রিল) তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক - মোঃ মনির হোসেন