জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার মো. নাহিদুর রহমান।
কমিটির অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সাধারণ সম্পাদক মেহেদুল হাসান আক্কাস (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম হালিম (দৈনিক আমার দেশ), দপ্তর সম্পাদক সাইফুর রহমান পারভেজ (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক লুৎফর রহমান (দৈনিক আজকালের খবর)।
তবে সহ-সভাপতি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহ-সভাপতি পদে ১৮ ভোটের মধ্যে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. নজরুল ইসলাম (দৈনিক ইনকিলাব)। ২ নম্বর সহ-সভাপতি পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন আমিনুল ইসলাম রানা (দৈনিক প্রতিদিনের সংবাদ)।
নবনির্বাচিত সভাপতি আজু শিকদার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, সংগঠনের ঐতিহ্য ধরে রাখা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতা কামনা করছি।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
সম্পাদক - মোঃ মনির হোসেন