মোঃ রাকিব
কলমাকান্দা উপজেলা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিন উপজেলার সীমান্ত এলাকায় ঘুরে দেখা গেছে, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতির চিত্র স্পষ্ট।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে উপজেলা সদর, সীমান্তবর্তী লেংগুরা ও খারনৈ ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের সঙ্গে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়। এতে পাকা বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি গাছপালা উপড়ে পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এ বছর কলমাকান্দা উপজেলায় ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ জমির ধান ইতোমধ্যে কৃষকরা ঘরে তুলেছেন।
উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের কৃষক মো. সোহানুর রহমান সোহান বলেন তিন একর জমিতে বোরো ধান চাষ করেছিলেন। দু`দিনের মধ্যে পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন। তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে তার ফসল মাটিতে লুটিয়ে পড়েছে।
সমাজসেবক মো রফিকুল ইসলাম রফিক বলেন, আমার এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। আমি বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং কৃষকদের সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ৪০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ হেক্টর জমির বোরো ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন