
নাজমুল হুদা, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ (২ মে, শুক্রবার) আকস্মিক সফর করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। পূর্বঘোষণা ছাড়াই তার এই সফর অনুষ্ঠিত হয়।
জানা যায়, বেলা ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। পরে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের জন্য শিবিরের উদ্যোগে পরিচালিত হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এ সময় তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। সফরকালে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি, নেতা-কর্মীদের পাশাপাশি ময়মনসিংহ মহানগরীর শিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদও উপস্থিত ছিলেন।
সবশেষে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।
কেন্দ্রীয় সভাপতির আকস্মিক সফর সম্পর্কে জানতে চাইলে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন,”তিনি হঠাৎই এসে হাজির হন। আগে থেকে নির্ধারিত কোনো শিডিউল বা প্রোগ্রাম ছিল না। এসে তিনি ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের পরিচালিত হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এরপর জুমার নামাজ আদায় করে চলে যান।”