
তৌফিকুর রহমান তাহের
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা::
দূর্নীতিগ্রস্থ দাঙ্গাবাজ, জনবিচ্ছিন্ন ও আত্মসাৎকারী , সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদারকে ৭২ঘন্টার মধ্যে অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।(রবিবার)৫এপ্রিল বিকেল ৫টায় ইউনিয়নের মহিষখলা বাজারে ইউনিয়নের ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের ইউ’পি সদস্যবৃন্দ ও জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সবুজ মিয়া, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান,১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল মোতালেব, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর শুকুর, আব্দুল সালাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সুজন মিয়া, মোঃ আব্বাস আলী, মজিবুর রহমান, মোঃ জমির উদ্দিন, মোঃ নায়েব আলী, সুরুজ আলী, রহমত আলী,মোঃ জুয়েল মিয়া,সুহেল মিয়া,আসিক আহমেদ, মতিউর রহমানসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা পতিত সরকারের দালাল, দূর্নীতিগ্রস্থ দাঙ্গাবাজ, জনবিচ্ছিন্ন ও আত্মসাৎকারী,সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদারকে ৭২ঘন্টার মধ্যে অপসারণ ও গ্রেফতারের দাবি জানান।