
ব্যুরো প্রধান রাজশাহী
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোঃ শামসুদ্দিন শেরশাহ (৪০) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে থানা থেকে আটক করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
শেরশাহ মালিপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়াজীর ছেলে। তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা নং ০১, তারিখ ০১/০২/২০২৫ এবং জিআর নং ২৫, একই তারিখে দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৮৫/৪২৭/১১৪/৩৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শেরশাহকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে হামলা, মারধর, হুমকি, বিস্ফোরক দ্রব্য ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, “মামলার তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে এবং আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।”
আসামিদের কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।