নিউজ ডেস্ক, নেএপ্রকাশঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলন ১৭ মে শনিবার অনুষ্ঠিত হবে।
দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন৷
সভাপতি প্রার্থীরা হলেন:
আটপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী (ছাতা প্রতীক) সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার (চেয়ার প্রতীক) ।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন:
সাবেক সাধারণ সম্পাদক, আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক (মাছ প্রতীক)
আহবায়ক কমিটির সদস্য সচিব খসরু আহমেদ (তালা প্রতীক), সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. মুর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল (ফুটবল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীদের পাশাপাশি সমর্থকরাও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সমর্থন আদায়ের জন্য।
সম্মেলনকে ঘিরে আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন