আল আমিন জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোঃ জাহিদুল মোল্লা (৪০) নামে এক অটোচালককে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনাটি ঘটেছে ২০ মে ২০২৫ ইং তারিখ, দুপুর ১টার দিকে। জাহিদুল মোল্লা জানান, তিনি আটাপাড়া বাজার থেকে অটোতে যাত্রী পরিবহন করছিলেন। পথিমধ্যে তিনজন ব্যক্তি—মোঃ সুমন (৩৭), মোঃ তুহিন (৩২) ও মোঃ সাকিব হোসেন (২৫)—গাড়িতে ওঠেন এবং ইটভাটার দিকে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর তারা জোরপূর্বক তাকে ইটভাটার ভেতরে নিয়ে যায় এবং রনির পুকুরপাড় নামক স্থানে নিয়ে যায়।
ওই জায়গায় আগে থেকেই আরও তিনজন—মোঃ সাব্বির হোসেন (২৯), মোঃ আশরাফুল (২৬) এবং মোঃ শহিদ (৩৮)—পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলেন। অভিযোগে বলা হয়, ছয়জন মিলে জাহিদুলকে গাড়ি থেকে নামিয়ে হাত ও মুখ বেঁধে এলোপাথাড়ি মারধর করেন। এতে তিনি ছেঁচড়া, ফুলা ও বেদনাদায়ক জখম প্রাপ্ত হন।
চিৎকার শুনে তার বড় বোন মোছাঃ আবি বেগম ছুটে গেলে তাকেও গালিগালাজ করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষী হিসেবে মোঃ চলন্ত (২৫) ও মোঃ সিহাব হোসেন (২২) এর নাম উল্লেখ করেছেন জাহিদুল।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা সুযোগ পেলে তাকে ও তার পরিবারকে আবারও হামলা বা হত্যার চেষ্টা করতে পারে বলে হুমকি দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
সম্পাদক - মোঃ মনির হোসেন