
ঢাকা প্রতিনিধি:
সাভার বাজার রোডে গড়ে উঠেছে ৬ তলা বাড়ি নাম দিয়েছেন নাহার ভিলা, বাড়িটির হোল্ডিং নাম্বার এ/৫৯, বাজার রোড সাভার, ঢাকা।তার নেই কোনো রাজউকের নিয়ম নীতি। বহু বছর আগে থেকেই এই বাড়িতে নিচ তলায় গোডাউন ভাড়া, দোকান ভাড়া। দ্বিতীয় তলায় দিয়েছে বিভিন্ন ধরনের অফিস ভাড়া,যার নেই কোনো বাণিজ্যিক করনের অনুমোদন। ৩য় তলা থেকে কিছু বছর দিয়েছে হোস্টেল ভাড়া। আবার স্থানীয় সূত্রে জানা যায় অনেক সময় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতো ঐ বাড়িতে,যাহা জনগণের আড়ালে।পরিচয় দিতে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানায়,বাড়িটিতে হোস্টেল ভাড়ায় জড়িত ছিলেন বাড়ি ওয়ালা সহ একটি ছোট অফিস নিয়ে শুরু করে রমরমা ব্যবসা। তারপর কিছু দিন পরে আবার নেই কোনো অফিস।
এই ভাবে বাড়ির মালিকেরা শুরু করেছিলেন তাদের টাকার পাহাড়।যার কারণে ভালো কোনো লোকজন ঐ বাসায় ভাড়া থাকতে পারে না।যার নেই কোনো বানিজ্যিক করনের অনুমোদন।অসামাজিক কার্যকলাপ চালিয়ে নানান ভাবে ইনকাম শুরু করতেন। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে কিভাবে অফিস, গোডাউন, হোস্টেল যখন যাই ইচ্ছে ভাড়া দেয়।নেই কোনো নিয়ম শৃঙ্খলা।
সাভার পৌরসভা ও রাজউকের চোখে দোকা দিয়ে এই সব বাড়ি বানিজ্যিক ভাড়া দিয়ে শুরু করে রমরমা ব্যবসা। স্থানীয় এলাকাবাসী জানায় এই বাড়ির মালিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কিভাবে রাজউক,পৌরসভার নিয়মনীতি ছাড়া বহু বছর সরকারি রাজস্ব পাখি দিয়ে অনেক টাকা ইনকাম করেন? জনগণের ধারণা হয়তো বাড়ির তথ্য নিয়ে জানতে পারা যাবে সঠিক বিল্ডিং প্লেন অনুমোদন আছে কিনা?