
মোঃ নাজমুল ইসলাম
রাজিবপুর উপজেলা প্রতিনিধি:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রাম রাজিবপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মেলায় উপস্থিত ছিলেন,রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই, জামায়াতের ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান, ভূমিহীন সমিতির সভাপতি আবদুল রশিদ সরদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাফিজা,রাজিবপুর উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা সহ আরো অনেকেই।
আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।