
মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
শ্রীমঙ্গল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার,২৬ মে, রাতে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি জনাব মোঃ আমিনুল ইসলাম।
ওপেন হাউস ডে- তে শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তারা পর্যটন কেন্দ্রিক এই শহরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, যানজট এবং পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সাথে থানায় সেবা পেতে যাতে কোন রকম হয়রানি না হয় সেদিকে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘মৌলভীবাজার জেলা পুলিশ জেলার নাগরিকদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন কিছু কার্যক্রম চালু করতে যাচ্ছি। থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে সেবাপ্রার্থীরা এখন থেকে প্রয়োজনে সরাসরি পুলিশ সুপারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়া খুব শীগ্রই জেলায় অনলাইন জিডি চালু হতে যাচ্ছে। আপনারা ঘরে বসেই জিডি করতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব আসিফ মহিউদ্দীন,পিপিএম; সহকারী পুলিশ সুপার জনাব শাকিলসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ।