মোঃ রাকিব
কলমাকান্দা উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশা মনি (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশা মনি একই এলাকার বাসিন্দা মঞ্জুরুল হকের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদরাসায় পড়াশোনা করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে আশা মনি। কিছু সময় পর পানিতে ডুবে যায় সে। পরে অন্য শিশুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা আশা মনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক - মোঃ মনির হোসেন