
নাছিম মৃধা,জেলা প্রতিনিধি বাগেরহাট।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে শহরের ফয়লা রোড, রেলরোড, কচুক্ষেত, সিএন্ডবি মোড়, কাটাখালি ও দড়াটানা মোড়সহ প্রধান প্রধান সড়কগুলো এখন কার্যত অচল।শহরের রাহাতের মোড়,সাধনার মোড়,মিঠাপুকুর,খানজাহান আলী রোড পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে লাগাতার বৃষ্টি ও নদীতে পানির চাপ বাড়ার কারণে নিচু এলাকা গুলোতে দ্রুত পানি ঢুকে পড়ে। রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না। স্কুল, কলেজ ও অফিসমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
জেলা প্রশাসক মো. আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, “পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।”
এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন ও জরুরি পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও ঘনীভূত হতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বিশেষ সতর্কতা:
বাগেরহাটের বাসিন্দাদের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চল ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ও ৪৮ঘন্টার রেড এলার্ট জারি করা হয়েছে।