ঢাকা , রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চোরাকারবারী কে ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ  উদ্দীপন রহনপুর শাখার আওতায় কৈশোর কর্মসূচি উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  বিএনপির সভাপতি রুহুল আমিন ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দায়িত্ব পালনের পথে প্রাণ গেল মমিনের — বাঁচার লড়াইয়ে ম্যানেজার শরিফুল অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান গুরুদাসপুরে বন্ধ হলো ভেকু সিন্ডিকেটের দৌরাত্ম্য ভোলাহাটে রাস্তার বেহাল অবস্থা ধানের চারা রোপণ করে প্রতিবাদ সেনাবাহিনীর সাহসী অভিযানে গুরুদাসপুরে সংঘবদ্ধ ডাকাতদলের ছক ভেস্তে গেল ডাকাতির আগেই গ্রেপ্তার ৬ জন, উদ্ধার খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র নাটোরে সড়কে নিথর চার জীবন: একটি সন্ধ্যা বদলে দিল চারটি পরিবার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে তলিয়ে গেছে বাগেরহাট শহরের চলাচলের রাস্তা ও শতাধিক মাছের ঘের ডুবে যাওয়ার আশঙ্কা।

নাছিম মৃধা,জেলা প্রতিনিধি বাগেরহাট।

 

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে শহরের ফয়লা রোড, রেলরোড, কচুক্ষেত, সিএন্ডবি মোড়, কাটাখালি ও দড়াটানা মোড়সহ প্রধান প্রধান সড়কগুলো এখন কার্যত অচল।শহরের রাহাতের মোড়,সাধনার মোড়,মিঠাপুকুর,খানজাহান আলী রোড পানিতে তলিয়ে গেছে।

 

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে লাগাতার বৃষ্টি ও নদীতে পানির চাপ বাড়ার কারণে নিচু এলাকা গুলোতে দ্রুত পানি ঢুকে পড়ে। রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না। স্কুল, কলেজ ও অফিসমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

 

জেলা প্রশাসক মো. আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, “পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।”

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন ও জরুরি পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও ঘনীভূত হতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

 

বিশেষ সতর্কতা:

বাগেরহাটের বাসিন্দাদের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চল ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ও ৪৮ঘন্টার রেড এলার্ট জারি করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

চোরাকারবারী কে ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে তলিয়ে গেছে বাগেরহাট শহরের চলাচলের রাস্তা ও শতাধিক মাছের ঘের ডুবে যাওয়ার আশঙ্কা।

আপডেট টাইমঃ ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

নাছিম মৃধা,জেলা প্রতিনিধি বাগেরহাট।

 

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে শহরের ফয়লা রোড, রেলরোড, কচুক্ষেত, সিএন্ডবি মোড়, কাটাখালি ও দড়াটানা মোড়সহ প্রধান প্রধান সড়কগুলো এখন কার্যত অচল।শহরের রাহাতের মোড়,সাধনার মোড়,মিঠাপুকুর,খানজাহান আলী রোড পানিতে তলিয়ে গেছে।

 

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে লাগাতার বৃষ্টি ও নদীতে পানির চাপ বাড়ার কারণে নিচু এলাকা গুলোতে দ্রুত পানি ঢুকে পড়ে। রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না। স্কুল, কলেজ ও অফিসমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

 

জেলা প্রশাসক মো. আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, “পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।”

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন ও জরুরি পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও ঘনীভূত হতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

 

বিশেষ সতর্কতা:

বাগেরহাটের বাসিন্দাদের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চল ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ও ৪৮ঘন্টার রেড এলার্ট জারি করা হয়েছে।