
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কাঠপট্টি দলীয় কার্যালয় এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে
জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইসার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরীর রুবেল, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলা,যুগ্ম আহবায়ক ফজলুল হক টুলু, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না থাকলে এ দেশ কখনো স্বাধীন হত না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য।
তিনি এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছে। তিনি এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আন্দোলন চলমান থাকবে।
বক্তারা বলেন
আওয়ামী লীগ ১৭ বিএনপি নেতা কবিতার উপর অত্যাচার করেছিল। তাদেরকে হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে ।
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি।
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি। আর তাই
অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করতে হবে।
নয়তো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ, মাটি ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন।
প্রয়াত নেতার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে।” আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।