
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা প্রতিনিধি
ভোলাহাটে ৪ টি ইউনিয়নে অসহায় ১ হাজার দরিদ্র পরিবার ও নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জুন)পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের ৪ টি ইউনিয়নের অসহায় দরিদ্র ১ হাজার মানুষ ও দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি,মোঃ আব্দুস সালাম তুহিন মুশরীভূজা জামতলা বাজার পাঠাগার মাঠে,এলাকার অসহায় দরিদ্র পরিবারের লোকজন ও দলীয় নেতাকর্মীদের হাতে ঈদ উপহার হিসাবে লুঙ্গি ও শাড়ি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মোতালেব মাষ্টারের সভাপতিত্বে,ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ করিম মাস্টারসহ অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।