বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
, ৫ জুন:নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার দিক থেকে আসা একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের এক আরোহী নিহত হন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও পিকআপটি উদ্ধার করেছে।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।”
সম্পাদক - মোঃ মনির হোসেন