
মদন প্রতিনিধিঃ
ইতিহাস জানি নিজেকে সমৃদ্ধ করি’ শ্লোগানে নেত্রকোনার মদন পৌরশহরের জাহাঙ্গীরপুর দেওয়ান বাড়িতে বুধবার দুপুরে ইতিহাস ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের সভাপতি ও মদন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিকের সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদক আজহারুল ইসলাম হীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মাছুম। এতে আলোচনা করেন, গবেষক ও প্রাবন্ধিক আশরাফুল ইসলাম, ড. হালিমদাদ খান, সৈয়দ শাকিল আহাদ, অধ্যক্ষ গোলাম মোস্তফা, জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আনোয়ারা জেবুন্নাহার, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, সুফি কবি ও প্রাবন্ধিক এনামূল হক পলাশ,কবি সোহরাব আকন্দ, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক ও কবি কামাল হোসাইন, কবি ও গবেষক রাখাল বিশ্বাস, কবি পহেলী দে, কবি মোহাম্মদ ইউসুফ, প্রমুখ।
অনুষ্ঠানে বিলুপ্ত ইতিহাস ও আঞ্চলিক সাহিত্য নিয়ে আলোচনা করা হয়। পূর্ব ময়মনসিংহের লোকজ সাহিত্য পুনরুদ্ধার ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।