আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শুক্রবার( ১৩ জুন ২০২৫)সকালে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা ছাত্রদলের অধীনস্থ বোররচর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদলের অধীনস্থ বোররচর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা, এই কর্মসূচীর আয়োজন করেন। বোররচর বার্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এই বৃক্ষরোপণ কর্মসূচি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করেছেন। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় সারাদেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত রয়েছে যা বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে উল্লেখ করা হচ্ছে।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তারেক রহমান বাণী দেন। বাণীতে পরিবেশ দূষণ রোধে তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন।
সম্পাদক - মোঃ মনির হোসেন