তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা::
“২৪-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা শিক্ষা, ঐক্য ও মুক্তির চেতনা”—এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ডাকে
১৪ জুন (শনিবার)সুনামগঞ্জ বিষম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বিকাল ৪টার সময় এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য,সিলেট বিভাগীয় সার্চ টিম এর সদস্য তানভীর আহমেদ চৌধুরী।
সভাটি সঞ্চালনা করেন বিষম্ভরপুর উপজেলার প্রতিনিধি শরীফ হোসেন মিজান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিষম্ভরপুর উপজেলার প্রতিনিধিগণ,মকবুল হুসেইন, দীন ইসলাম, শামীম জুবায়ের আহমেদ, ইসলাম, আজিজুল ইসলাম, কিগো তোফাজ্জল, রুমেল মোসাব্বির জুবায়ে, জাহিদ হাসান,
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ওসমান গনি, রেদওয়ান হক নিহাল, শরিফ উদ্দিন, মানিক ও সায়মন প্রমূখ।
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, ছাত্র সমাজের অধিকার আদায়, এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে অংশগ্রহণকারীরা আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় করেন।
সবার মধ্যে এক অভিন্ন উপলব্ধি ছিল—“২৪-এর গণঅভ্যুত্থান কেবল ইতিহাস নয়, বরং এটি একটি চলমান চেতনা, যা নতুন প্রজন্মকে পথ দেখায়।
প্রধান অতিথির বক্তব্য বলেন,চৌধুরী সাহেব, বলেন,
“২৪-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে, সংগ্রামের মাধ্যমে কীভাবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায়। শিক্ষা, ঐক্য ও মুক্তির পথে আমাদের আন্দোলন শুধু অব্যাহতই নয়, আরও বিস্তৃত হচ্ছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ এই ঐতিহাসিক দায়িত্ব পালনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে।
মতবিনিময় সভাটি উপস্থিত ছাত্র প্রতিনিধিদের মধ্যে নতুন করে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা ভবিষ্যতের সংগ্রামকে আরও সুসংগঠিত, কার্যকর ও আদর্শিকভাবে শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেন।
এই সভা প্রমাণ করে, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের শক্তি এখনও জীবন্ত। “শিক্ষা, ঐক্য, মুক্তি”—এই তিন মূলমন্ত্র আজকের ছাত্রসমাজের হাতিয়ার। আগামী দিনের গণতান্ত্রিক, প্রগতিশীল ও মানবিক রাষ্ট্র গঠনে এই মতবিনিময় সভা এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক - মোঃ মনির হোসেন