বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনী এক দম্পতিকে হাতেনাতে আটক করেছে। ১৬ জুন ২০২৫, সোমবার সকাল ১১টার দিকে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় মোঃ আলেক সরদার (৫০) ও তার স্ত্রী মোসাঃ সুরমা খাতুন (৪৫) কে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি এলাকায় হিরোইন ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের সময় সেনা সদস্যরা তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে হিরোইন সেবনের সরঞ্জাম, ৫ পিস নিষিদ্ধ “নিসাকর” ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৬৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। যা তাদের মাদক ব্যবসার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
গ্রেপ্তারকৃত আলেক সরদার নিজেও একজন হিরোইনসেবী বলে দাবি করেছেন স্থানীয়রা। তার প্ররোচনায় স্ত্রী সুরমাও জড়িয়ে পড়েন এই নিষিদ্ধ ব্যবসায়। বহু তরুণের জীবন তারা নেশার অন্ধকারে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এই সফল অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি যেন এলাকার মানুষকে এক স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। অনেকেই বলছেন, ‘অবশেষে আমাদের সন্তানদের ধ্বংসকারী সেই মরণ ফাঁদ থেকে মুক্তি পাওয়ার আশা জাগছে।’
আটক দম্পতিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন