দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে—মাদক নির্মূলে তারা আপসহীন ও প্রতিজ্ঞাবদ্ধ। আজ শুক্রবার বিকেলে নাটোর জেলার লালপুর উপজেলায় সেনাবাহিনী পরিচালিত এক যৌথ চেকপোস্ট থেকে উদ্ধার করা হয়েছে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট।
লালপুর স্টেডিয়াম এলাকায় বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশির সময় এক সন্দেহভাজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, তার আচরণে অসঙ্গতি পরিলক্ষিত হয়। পরে পরিচয় নিশ্চিত করে জানা যায়, তার নাম মোঃ ইমন (পিতা: মোঃ বাবুল), গ্রাম: বনপাড়া, ডাকঘর: হালুয়া, থানা: লালপুর, জেলা: নাটোর।
তল্লাশির একপর্যায়ে ইমনের কাছ থেকে উদ্ধার করা হয় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে মাদকের অবৈধ কারবারে জড়িত এবং এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে একটি বড় মাদকচক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।
আটক ইমন ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।
সম্পাদক - মোঃ মনির হোসেন