সুমি পারভীন রাজশাহী বিভাগীয় গুরু প্রধান
বিকেলটা ছিলো আর দশটা দিনের মতোই। কেউ ফিরছিলেন বাড়ি, কেউ যাচ্ছিলেন স্বজনের কাছে। কিন্তু নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস সড়কে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা—যেখানে একটি সিএনজি আর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিল চারটি তাজা প্রাণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে যাত্রীদের নিথর দেহ। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহতদের চিৎকারে কেঁপে ওঠে চারপাশ।
ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিচালক ও দুই আহত যাত্রীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু শেষ রক্ষা হয়নি—হাসপাতালের বিছানায় নিঃশব্দে থেমে যায় আরও তিনটি জীবন।
চারটি প্রাণ—চারটি গল্প—যারা আজ আর নেই। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসাথে চারজনের মৃত্যু যেন পুরো জেলার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।
এ ঘটনায় আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাসটির খোঁজে তৎপর রয়েছে।
এই দুর্ঘটনা শুধু চারজনকে কেড়ে নেয়নি—হারিয়ে গেছে চারটি স্বপ্ন, চারটি পরিবারের হাসি
সম্পাদক - মোঃ মনির হোসেন