
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা:
সুনামতগঞ্জ দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে সরমঙ্গল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (শনিবার) ২১ জুনবিকাল ৩ ঘটিকায় স্থানীয় ধনপুর মাদ্রাসা মাঠে একর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দিরাই উপজেলা বিএনপির সদস্য এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আব্দুল কাইয়ূম, পংকজ দাস, সুয়েব হাসান, এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, আবু সাঈদ চৌধুরী, সুৃমন মিয়া, আবুল খয়ের চৌধুরী, কামরুল ইসলাম, সুখেশ দাস প্রমুখ।